বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে চার শিক্ষার্থী হত্যাসহ একাধিক মামলার আসামি এবং লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও যুবলীগ ক্যাডার হিসেবে পরিচিত আশরাফ উদ্দিন আরজুকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের উত্তর মজুপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
গত ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালান আশরাফ উদ্দিন আরজু। এ সময় তার সহযোগী, সাবেক যুবলীগ নেতা এবং স্থানীয় চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে এই হামলায় চার শিক্ষার্থী নিহত হন। নিহতরা হলেন সাদ আল আফনান, ওসমান গনি, সাব্বির হোসেন, এবং আরেকজন অজ্ঞাত।
এই ঘটনায় তিন শতাধিক মানুষ আহত হন, যাদের মধ্যে অনেকে গুলিবিদ্ধ হন। ঘটনার পরদিন (৫ আগস্ট) আরজু গা ঢাকা দেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোন্নাফ জানান, আরজুর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা, শিক্ষার্থী হত্যা, পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, আরজুকে আদালতে উপস্থাপন করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি ছিলেন আরজু। এছাড়াও, ২০১৬ সালের ৪৮ নম্বর হত্যা চেষ্টা মামলার আসামি হিসেবেও তার নাম রয়েছে।
কেকে/এএম