সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলার সকল দপ্তরের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদস্য সচিব মো. আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান।
আরও বক্তব্য রাখেন, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক মো. নজরুল ইসলাম, আনিসুর রহমান লিটন ও উল্লাপাড়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহিত হাসান প্রমুখ।
কেকে/এএম