মহান বিজয় দিবস উপলক্ষ্যে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও মাদরাসার এতিম ও গরিব শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে সানোখালী ব্লাড হেল্প অর্গানাইজেশন।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সানোখালী জামেয়া ফয়জিয়া মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল আউয়াল সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল থানার ওসি (তদন্ত) সুলতান আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখলা ইউনিয়নের (পূর্ব) সাবেক সভাপতি ও সমাজসেবক ওমর ফারুক, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম জহীর, ওয়ার্ড মো. গোফরান, এবং সাবেক ইউপি সদস্য মনজুর আলম।
এ আয়োজনের মাধ্যমে প্রায় ২০০টি কম্বল বিতরণ করা হয়। সুবিধাবঞ্চিত মানুষ ও বিভিন্ন মাদরাসার এতিম ও গরিব শিক্ষার্থীরা এ সহায়তা পান।
বক্তারা সংগঠনের মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে সানোখালী ব্লাড হেল্প অর্গানাইজেশনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল আউয়াল সুজন জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা প্রতি বছর শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কেকে/এএম