শীতকালীন অবকাশ ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে আগামী ২১ ডিসেম্বর থেকে ১৪ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে ২১ ও ২২ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকলেও পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ইবির সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিসসমূহ ১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ চালু থাকবে। বর্ধিত ২১ ও ২২ ডিসেম্বরের ছুটির দিনে ক্লাস বন্ধ থাকবে তবে পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলসমূহ যথারীতি খোলা থাকবে।
কেকে/এএম