চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগর থেকে ২৪ জন রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড। হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় কোস্টগার্ডের রায়পুর বাতিঘর স্টেশনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে সাগর থেকে তাদের উদ্ধার করে উপজেলা পারকি সৈকত এলাকায় নিয়ে আসা হয়।
পরে আটকদের কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, আটক রোহিঙ্গাদের মধ্যে ১১ জন শিশু, ৮ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছে। তারা একটি ইঞ্জিন চালিত নৌকায় করে হাতিয়ার ভাসান চরের রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে বলে জানিয়েছে।
কর্ণফুলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, আটক রোহিঙ্গাদের কোস্টগার্ডের সহায়তায় কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।
কেকে/এমআই