ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফসলি জমি থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ড্রেজার ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫ টা ১০ মিনিটের দিকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ ঈদগাঁ সংলগ্ন এলাকায় ড্রেজার ব্যবহার করে কৃষি জমি থেকে ঘাটিয়ারা গ্রামের দেলোয়ার হোসেন অবৈধভাবে মাটি উত্তোলন করার অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে।
কেকে/এআর