মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা শহরে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট মো. হামিদুল হক ছানার নেতৃত্বে এই র্যালি বের করা হয়। এসময় শ্লোগানে-শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শহর এলাকা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের মুন্সিপাড়া-পূর্বপাড়া থেকে শুরু হওয়া বর্ণাঢ্য আনন্দ র্যালিটি শহরের ডিবি রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে র্যালিটি পুরাতন জেলখানা মোড়ে এসে শেষ হয়। সেখানে গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট মো. হামিদুল হক ছানা ও জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ন কবীরের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। লাল-সবুজের পতাকা হাতে আনন্দ র্যালিতে দলীয় নেতাকর্মী ছাড়াও হামিদুল হক ছানার অনুগত ও অনুসারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
র্যালি ঘিরে অপ্রতিকর ঘটনা এড়াতে সড়ক ও মোড়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের টহল ছিলো চোখে পড়ার মতো। এর আগে বিজয় র্যালিতে অংশ নিতে সকাল থেকেই নেতাকর্মীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ দলবেঁধে হামিদুল হক ছানার বাসার সামনে ভির করতে থাকেন।
এ্যাডভোকেট মো. হামিদুল হক ছানা গাইবান্ধার রাজপথে তিলতিল করে বেড়ে ওঠা একজন বর্ষিয়াণ রাজনীতিবিদ। কর্মীবান্ধব ও আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে হামিদুল হক ছানার সাহসীকতা ও সুনাম আছে জেলাজুড়ে।
কেকে/এআর