কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ নুরুজ্জামান বাবুর বিরুদ্ধে খোয়াড় পরিচালনার মেয়াদ শেষ হলেও ইচ্ছে খুশি মতো টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
পাঁজিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বৈদ্যনাথ সরকার বরাবর অভিযোগে জানা গেছে, ইউনিয়ন পরিষদের পাঁচ বাঁকাবর্শী আবদুল হাকিম সরদারের ছেলে গ্রাম পুলিশ নুরুজ্জামান বাবু ২০২২ সালে সরকারি খোয়াড় পেলেও এক বছর মেয়াদের খোয়াড় টি তিনি অবৈধভাবে পরিচালনার মাধ্যমে ইচ্ছে খুশি মতো টাকা আদায়ের কাজ করছেন। পাতি হাস খোয়াড়ে দিলে ৫০- রাজহাঁস ১৫০ টাকা ও ছাগল ২শ টাকা হারে টাকা আদায় করে আসছে। অভিযোগ কারি মহাসিন,মিন্টু ও শিউলি বেগম স্বাক্ষরিত অভিযোগে আরো জানা যায়, মেয়াদ শেষ হলেও এ খোয়াড় রেখে সে ইচ্ছে খুশি টাকা আদায়ের নামে দূর্ব্যাবহার করে আসছে নুরুজ্জামান বাবু।
গ্রাম পুলিশ হওয়ার সুযোগ সে অবৈধ সুযোগ গ্রহণ করছে। এ বিষয়ে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন এলাকাবাসী। অভিযুক্ত গ্রাম পুলিশের সাথে যোগাযোগ করলেও তাকে না পাওয়ায় বক্তব্য প্রকাশ করা যায়নি। পাঁজিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈদ্যনাথ সরকার বলেন, অভিযোগ পেয়েছি, সে যে খোয়াড় পরিচালনা করছে সেটা এক বছর মেয়াদে, সে মেয়াদ শেষ। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
কেকে/এআর