বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সম্প্রতি মাতৃত্বকালীন কিছু ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যা নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি দেখে অনেকেই তাকে চেনাই যাচ্ছেন না, কারণ তার রূপে একেবারে অন্যরকম পরিবর্তন এসেছে।
এ ছবিগুলো তিনি মা হওয়ার এক সপ্তাহ আগে তুলেছিলেন। অভিনেত্রী নিজের প্রেগন্যান্সি অভিজ্ঞতা শেয়ার করে বলেন, পুরো জার্নিটাই তার জন্য একটি স্বপ্নের মতো ছিল। তিনি বলেন, আমরা আগে থেকে প্রেগন্যান্সির পরিকল্পনা করিনি। যখন প্রথম প্রেগন্যান্সির খবর জানলাম, তখন আমি খুবই আশ্চর্য হয়েছিলাম।
তিনি আরও বলেন, প্রেগন্যান্সি শুধু আনন্দের বিষয় নয়, এটি শারীরিক এবং মানসিকভাবে বেশ চ্যালেঞ্জিং ছিল। হরমোনের ভারসাম্যহীনতা এবং শরীরের পরিবর্তনগুলো অনেক কঠিন ছিল। রাতের ঘুম কমে গিয়েছিল, এবং সারাদিন মনমেজাজ খারাপ থাকতো। তবে এখন, দুই সপ্তাহ বাকি, সব কিছু যেন অন্যরকম লাগছে, এবং আমি নিজেকে সৌন্দর্যের মধ্যে দেখতে পাচ্ছি।
রাধিকা আপ্তে সম্প্রতি জানান, ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি লন্ডনে থাকবেন এবং নতুন সদস্য আসার কয়েক মাস পর ভারতে ফিরে কাজ শুরু করবেন।
উল্লেখযোগ্য, রাধিকা আপ্তে সর্বশেষ “মেরি ক্রিসমাস” সিনেমায় অভিনয় করেছেন। তার ভক্তরা নতুন সিনেমায় তাকে দেখতে আগ্রহী।
২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী বেনেডিক্ট টেলরের সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু করেন রাধিকা আপ্তে এবং ২০১২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
কেকে/এএম