চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়ার জলদাশ পাড়া এলাকায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করে প্রায় ৩৩ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১১টার দিকে লোহাগাড়ার সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা আগেই বাড়ি থেকে পালিয়ে যায়, তবে সেনাবাহিনী পার্শ্ববর্তী বাড়ি তল্লাশি করে মাদক সেবনরত অবস্থায় সুজন কর্মকার (৩৮) নামের এক যুবককে আটক করতে সক্ষম হয়। সুজন কর্মকার উপজেলার উত্তর পদুয়া জলদাশ পাড়া এলাকার সুখলাল কর্মকারের পুত্র। পলাতক মাদক ব্যবসায়ীরা হলেন বাবু কর্মকার (৪০) ও নারায়ন কর্মকার, যারা একই এলাকার মৃত লক্ষী কর্মকারের পুত্র।
এ বিষয়ে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ৩৩ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। পরে আটককৃত সুজন কর্মকারকে মাদকসহ লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন, আটককৃত সুজন কর্মকার ও পলাতক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
কেকে/এএম