বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে ১৬ বছরে ধ্বংসের পথে নিয়ে গেছে। দেশকে ডুবিয়ে পালিয়েছে, বিএনপি মাঠে নেমেছে অবরুদ্ধ ও ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে। বিচারের মুখোমুখি করতেই শেখ হাসিনাকে ফেরত আনতে চাই। এ ধরনের দৃষ্টান্ত তৈরি করতে চাই, যাতে বাংলাদেশে আর দানবের পুনঃপ্রতিষ্ঠা না হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল পূর্ব-গেট এলাকার শিমুলবাগ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা গণহত্যা, লুটপাট ও দেশ ধ্বংস করেছেন। শেখ হাসিনা সবকিছু নিশ্চিহ্ন করে দিয়ে গেছেন। না আছে টাকা, না আছে অগ্রগতি। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছেন। অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা—সবকিছু নিশ্চিহ্ন করে ফেলেছেন।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, নির্বাচনের মধ্য দিয়ে, গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপিকে তৈরি হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন উদ্যোগ, ভাবনা ও চেতনা নিয়ে গত ১৬ বছর বিএনপিকে আন্দোলনের জন্য তৈরি করেছেন। এখন নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং বিএনপিকে সুশৃঙ্খল ও মজবুত করার জন্য এই সাংগঠনিক সভার আহ্বান করেছেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামীর নির্বাচন আমাদের জন্য কঠিনও হতে পারে। সেভাবে সংগঠনকে তৈরি করতে হবে।
দুদু আরও বলেন, বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশ থেকে ফ্যাসিবাদকে চিরতরে নিশ্চিহ্ন করার লড়াই করছে। চব্বিশের গণ-অভ্যুত্থান ও বিপ্লবে যাঁরা শহিদ ও আহত হয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাঁদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেবী নাজনীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।
এছাড়াও বিএনপির রংপুর বিভাগ ও সব ইউনিটের আহবায়ক, সদস্য সচিব ও শীর্ষ পর্যায়ের যুগ্ম আহবায়করা উপস্থিত ছিলেন।
কেকে/এএম