মাদারীপুরের কালকিনিতে আমগাছ থেকে সজিব মন্ডল (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার শিকারমঙ্গল এলাকার হরিনাকান্দি গ্রামের আমগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, নিহত সজিব মন্ডল গলায় চাদর পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার লাশ স্থানীয় এক নির্জন বাগানের আমগাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নয়ন জানান, লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কেকে/এএম