বিচারপতি সিকদার মকবুল বলেছেন, মানধিকার সংগঠনগুলোকে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস)-এর নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে যে পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজে অপরাধ প্রবণতা কমানোসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ভাঙ্গতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। তাহলেই দেশে মানবাধিকার রক্ষা হবে।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব-আল-রাব্বি, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডা. ফজলুল হক রুমন রেজা, জেলা পরিবেশ দপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল এবং জাপমাসের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আকরাম হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আতিক আজিজ। অনুষ্ঠানে দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কেকে/এমআই