শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব (এসইউএসসি) কর্তৃক আয়োজিত ইন্টার ডিপার্টমেন্ট প্রেজেন্টেশন কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ‘রাইজিং ফিনিক্স’ দল। দলটির সদস্য হিসেবে আছেন বিভাগটির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া আনজুম ও ফারজিন আনয়ার রহমান।
গত ১৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় শাবির মিনি অডিটোরিয়ামে প্রতিযোগিতাটি শুরু হয়। প্রথম রাউন্ডে অংশ নেওয়া ১৫টি দলের মধ্য থেকে ফাইনালে অংশ নেই বাছাইকৃত ৫টি দল।
প্রতিযোগিতায় ফার্স্ট রানার্সআপ হয়েছে ফুড ইন্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের দল ‘আলফা স্কোয়াড’। এই দলটির সদস্য সাইফুল মোহাম্মদ সাব্বির ও লিজা আক্তার। সেকেন্ড রানার্সআপ হয়েছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের দল ‘ব্লুপ্রিন্ট টাইটান্স’। দলের সদস্য হিসেবে আছেন জাহিদ হাসান সাগর ও বেদত্রয়ী চন্দ।
প্রতিযোগিতায় অংশ নেওয়া চ্যাম্পিয়ন দলকে ৫ হাজার, ফার্স্ট রানারআপ দলকে ৩ হাজার ও সেকেন্ড রানারআপ দলকে ২ হাজার টাকা পুরস্কারের পাশাপাশি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন শাবিপ্রবির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবা রহমান, ফুড ইন্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মুনির হোসেন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আফজাল হোসেন। এছাড়া কনভেনর হিসেবে ছিলেন সাবরিনা সানিয়াত অয়ন এবং কো-কনভেনর মোহাম্মদ রুবেল মিয়া।
উল্লেখ্য, ‘রাইজিং ফিনিক্স’ দলটি জাতীয় পর্যায়ের আন্তঃবিশ্ববিদ্যালয় কেস প্রতিযোগিতা ‘মাস্টারমাইন্ড ২.০’ এর চ্যাম্পিয়ন হয়।
কেকে/এএম