শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      শমী কায়সারের ব্যাংকের সবধরনের হিসাব তলব      যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ      লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন      ডিএমপির ১২ ডিসিকে বদলি      
প্রিয় ক্যাম্পাস
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৯:৩২ পিএম  (ভিজিটর : ৭৪)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকদের পেশাগত ও গবেষণায় দক্ষতা উন্নয়নে "ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা সেমিনার হলে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও গবেষকবৃন্দ ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর জ্ঞানগর্ভ প্রবন্ধ উপস্থাপন করেন। 

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এ অনুষ্ঠান আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও স্কুল বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মোঃ মাহববুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠান সমান্বয়কের দায়িত্বে ছিলেন আইকিউএসি’র অন্যতম পরিচালক ও সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যপক ড. মো: আবু তালেব।

এতে "হায়ার স্টাডি অ্যান্ড একাডেমিক রিসার্স : দ্য ওয়েস টু  ম্যক্সিমাইজ আওয়ার পোটেনশিয়াল" শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের সোয়ানসি ইউিনিভার্সিটির সহযোগী অধ্যাপক বিশষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোকাররম হোসেন। "ডেভেলপ পার্সোনাল প্রোফাইল অব ফ্যাকাল্টি মেম্বার ফর ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট : এমআইইউ পার্সপেক্টিভ" শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

এছাড়া "ইসলামোফোবিয়া : ইটস স্কোপ ইন ওয়েস্টার্ন ভার্সেস সাউথ এশিয়ান কনটেক্সটস" শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জনপ্রিয়  লেখক ও শিক্ষাবিদ যুক্তরাজ্যের লিভারপুল হোপ বিশ্ববিদ্যালয়ের ভাষা, মিডিয়া ও কমিউনিকশেনের সিনিয়র লেকচারার ড. সালমান আল-আজমি। 

‘গবেষণায় আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো অনেক পিছিয়ে’ মন্তব্য করে অনুষ্ঠানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বাজেটের চেয়েও ক্যালটেক, এমআইটি, অক্সফোর্ড, ক্যামব্রিজ এসব বিশ্ববিদ্যালেয়ের গবেষণাগারের একটি যন্ত্রের দামও অনেক বেশি। তা সত্ত্বেও আমাদের শিক্ষকদের হতাশ না হয়ে গবেষণায় মনোযোগি হতে হবে।

তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে গবেষণায় সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এ ক্ষেত্রে বিশ্বের খ্যাতিমান শিক্ষক ও গবেষকদের সহযোগিতা ও পরামর্শ নেয়া হবে। একই সঙ্গে তিনি তরুণ শিক্ষকদের প্রতি ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের রিসোর্স পারসনদের স্নেহদৃষ্টি এবং উৎসাহ ও সহযোগিতা কামনা করেন।

এতে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সৌদি আরবের কিং ফয়সাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষক অধ্যাপক ড. আবু সুফিয়ান এবং  মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপ্যাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস. এম. মাহবুব-উল-আলম।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
জীবননগর সীমান্তে ৬৬লক্ষ টাকার ইয়াবা উদ্ধার
নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
অভিনেত্রী নিপুণকে সিলেট বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ
তীব্র শীতে কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝