ভারতে অবৈধ অনুপ্রবেশকালে মো. রায়হান ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিজিবির কর্মএলাকা পঞ্চগড় জেলার টোকরাপাড়া সীমান্ত থেকে তাকে আটক করে টোকড়াপাড়া বিজিবি ক্যাম্পের টহল দল।
আটককৃত যুবক পঞ্চগড় জেলা সদরের সেনপাড়া গ্রামের মো. রেজাউল করিমের ছেলে।
বিকালে তাকে পঞ্চগড় সদর থানা পুলিশে সোপর্দ করা হয় বলে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সীমান্তে বাংলাদেশের শুণ্য লাইন অতিক্রম করে আনুমানিক ১০০ গত ভারতের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশ করে যুবক রায়হান। এসময় ভারতীয় বিএসএফের সহযোগিতায় তাকে ফেরৎ আনা হয়। জিজ্ঞাসাবাদে ওই যুবক চা পাতা সংগ্রহের জন্য অবৈধভাবে শূন্য রেখা অতিক্রম করে বলে জানায়। বিকালে তাকে পঞ্চগড় সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম বদরুদ্দোজা বিষটি নিশ্চিৎ করেছেন।
কেকে/এমএস