বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা এক কথার আন্দোলন করেছিলাম। আমরা বলেছি ‘স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক’ স্বৈরশাসনের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে ও ফ্যাসিবাদী স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে বিশাল জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, স্বৈরাচারী হাসিনা গায়েবি মিথ্যা মামলা দিয়ে অত্যাচার করেছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারের রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের দলের মহাসচিবের বিরুদ্ধে শতাধিক মামলা। এমন কোন নেতা নাই তার বিরুদ্ধে মামলা নাই।
তিনি আরো বলেন, গত ১৫বছরে বিএনপি ৭শত বেশী নেতাকর্মী গুম হয়েছে, খোঁজ করেও পাওয়া যায় নাই কাউকে। এক হাজারেরও বেশী নেতাকর্মী খুন হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মী আহত হয়েছে। মিথ্যা মামলায় কারা রুদ্ধ হয়েছে, নিপিড়িত হয়েছে উৎপিড়ীত হয়েছে। গত জুলাই-আগষ্ট মাসে মাত্র কয়েক দিনের মধ্যে দুই হাজার বেশী মানুষ খুন হয়ে গেলো। এই যে ঘটনাগুলি শুধু ই কি বেদনার ইতিহাস?
দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও উপজেলা বিএনপির আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এসএম হালিম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, আব্দুল ওয়াহাব আকন্দ, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, বিএনপির নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক নিলুফার চৌধুরী মনি, জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু, উপজেলা বিনপির সদস্য ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন সহ উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এমএস