সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে নিহতরা সবাই ছাত্রদলের নেতাকর্মী। তবে স্থানীয়রা জানান- এখন পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দামড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতের সংখ্যা বাড়তে পারে।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল নেতাকর্মী প্রাইভেটকারযোগে জাফলং বেড়াতে যাচ্ছিলেন। পথে দামড়ি ব্রিজ এলাকায় তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
কেকে/এমএস