‘আমি কি এমন করেছি, আমাকে দেশ ছাড়তে হলো শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে বিএনপি যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল বলেন, এক এগারোর সময় বেগম খালেদা জিয়া আপনার মুক্তির জন্য বিবৃতি দিয়েছেন, আর আপনি? ক্ষমতা এসে তার বাড়ি কেড়ে নিলেন। এক কাপড়ে তার স্মৃতি বিজরিত বাড়ি থেকে বের করে দিলেন’।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে জনসভার আয়োজন করে দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
জনসভায় তিনি বলেন, আমরা তো কোন আন্ডার গ্রাউন্ড পার্টি করিনা, এখনও যদি ফেয়ার নির্বাচন হয় ব্যালট বক্সে ধানের ভোটের অভাব হবে না। কিন্তু আপনি (শেখ হাসিনা) গেল ১৫ বছর কি করেছেন? আমরা রাজনীতি করি আমাদেরকে গ্রেফতার, আটক করবেন। কিন্তু আমাদের পরিবারের, ভাইকে কেন গ্রেফতার আটক করতেন? এর কি জবাব দিবেন শেখ হাসিনা।
সোহেল বলেন, যারা আমাদের গর্বের সেনাবাহিনীর ৫৭ কর্মকর্তাকে হত্যা করেছেন, অথচ হত্যাকারীদের সাথে আপনি ঘন্টার পর ঘন্টা চায়ের আড্ডায় কাটিয়েছে। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কি অপরাধ করেছেন? ৫৭ জন সেনা অফিসরাদের সন্তানদের জিজ্ঞাস করুন আপনি কি অপরাধ করেছেন? শাপলা চত্বরে পাখির মত মানুষ হত্যা করেছেন। এর কি জবাব দিবেন? ক্ষমতায় থাকার জন্য ১৫ দিনে ১৫০০ মানুষকে হত্যা করেছেন। পাখির মত গুলি করে হত্যা করেছেন আবু সাঈদ-মুগ্ধর বাবা মাকে জিজ্ঞাস করুন আপনি কি অপরাধ করেছেন?
আপনি (শেখ হাসিনা) আপনার বাবার হত্যার বিচার করেছেন, এটা প্রশ্ন নেই। গত ১৫ বছরে যাদের বাবাকে হত্যা করেছেন তার সন্তানদের কাছে কি তিনি বাবা নন। বলেন এখন আপনার কি হওয়া উচিত। হাজার হাজার মানুষ হত্যা করেছেন শেখ হাসিনা, আপনার কি হওয়া উচিৎ? উপস্থিত জনতা সমস্বরে বলে উঠে ‘ফাঁসি’, ‘শেখ হাসিনার ফাঁসি চাই’।
তিনি বলেন, পৃথিবীর কেউ হাসিনাকে জায়গা দিল না। জায়গা দিলেন মোদি। বাংলাদেশে এখন যা হবে তার সব দায়ভার ভারতকে নিতে হবে। ভারত শুধু হাসিনাকে নিয়েই যায়নি, তার পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের ষড়যন্ত্র ও অপপ্রচার করে যাচ্ছে।
ভারতকে উদ্দেশ্য করে সোহেল বলেন, আপনাদের নায়িকারা ছোট ছোট কাপড় পড়ে, যে টাকা কামাই করে, সে টাকা দিয়েই চলেন। আমরা যদি একবার মালকাঁচা মারি, তবে দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে।
কেকে/এমএস