রংপুরের পীরগাছায় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যা দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলবে। বাকি পদগুলো সদস্যদের মতামতের ভিত্তিতে পূরণ করা হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক পরিবেশ পত্রিকার প্রতিনিধি তোজাম্মেল হক মুন্সী এবং দৈনিক করতোয়া ও দৈনিক বায়ান্নর আলো প্রতিনিধি এম খোরশেদ আলম। সাধারণ সম্পাদক পদে লড়ছেন দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি তাজরুল ইসলাম, দৈনিক যুগের আলো প্রতিনিধি হারুন অর রশিদ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি গোলাম আজম সরকার এবং দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি সৈয়দ আলী।
নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া।
এছাড়া পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙা এবং পীরগাছা সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান এ কে এম আমিনুল ইসলাম স্বপনও কমিটিতে রয়েছেন।
প্রেসক্লাবের আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শাহ কামাল ফারুক লাবু জানান, নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আগামী ২২ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।
কেকে/এএম