বিএনপির আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আগামী নির্বাচনের প্রস্ততির জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধানের শীষে ভোট চাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে জনসভায় এসব কথা বলেন তিনি।
সভাপতির বক্তব্যে বিএনপি কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমাদের মধ্যে কিছু বিভেদ থাকতে পারে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা সবাই এক। আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো।
ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আমাদের জামালপুর ১৭ জন শহীদ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শহীদদের পরিবারের পাশে আছি। আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ করা হবে তাদের নামে।
কেকে/এমএস