নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোহতাসিম মাসুদ (২২) নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (২০ ডিসেম্বর) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দুর্ঘটনায় আহত দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান ও অমিত শাহকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের গ সার্কেল এএসপি মেহেদী ইসলাম বলেন, রাতে ৩ বুয়েট শিক্ষার্থী পূর্বাচলে ঘুরতে আসেন। এ সময় তাদের বাইক ৩০০ ফুট সড়কের হলুদ দাগে দাড়িয়ে ছিলো। একই সময় একটি প্রাইভেটকার তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন, আহত হয় আরও দুজন। এ সময় স্থানীয় ও পূর্বাচলে কর্তব্যরত পুলিশ ঘাতক প্রাইভেটকার আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১টি বিয়ার ও বিদেশী মদের খালি বোতল উদ্ধার করা হয়। পাশাপাশি গাড়ীর চালক মুবিন আল মামুন, সহযোগী মিরাজুল করিম ও আসিফ চৌধুরী নামের ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।
কেকে/এমআই