চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আইডিয়াল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে কেজি-৫ পর্যন্ত মোট ৩৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন সময় পরিদর্শনে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. রিয়াজুল ইসলাম খন্দকার, হল সুপার মো. রাসেল, শিক্ষা সচিব রোজিনা আক্তার, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের প্রফেসার কামরুল হাসান ও হাবিবুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে নার্সারি শ্রেণি থেকে ৮৯ জন, কেজি-১ থেকে ৭৪ জন, কেজি-২ থেকে ৫৭ জন, কেজি-৩ থেকে ৫৭ জন, কেজি-৪ থেকে ৫২ জন এবং কেজি-৫ থেকে ৪৭ জন অংশ নেয়। ফলাফল চারটি গ্রেডে (ট্যালেন্টপুল, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড) প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও বৃত্তি সম্মাননা প্রদান করা হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. রিয়াজুল ইসলাম খন্দকার বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে আমরা প্রতি বছর এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করি। প্রকৃত শিক্ষার মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোই আমাদের লক্ষ্য।
এবারের পরীক্ষায় অংশ নেওয়া স্কুলগুলো হলো- সান সাইন একাডেমি, ভান্ডারী বাজারের অক্সফোর্ড কিন্ডার গার্টেন, বিভা কিন্ডার গার্টেন, ছেংগারচর পৌরসভার বালুরচর কচিকাচা কিন্ডার গার্টেন, বর্ণমালা কিন্ডার গার্টেন, অনির্বান কিন্ডার গার্টেন, হানিরপাড় আর্দশ কিন্ডার গার্টেন, মান্দারতলী প্রিক্যাডেন্ট কিন্ডার গার্টেন, গ্রীন বেঙ্গল কিন্ডার গার্টেন ও চরউমেদ আইডিয়াল কিন্ডার গার্টেন।
কেকে/এএম