আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা’র (আইসিএও) তত্ত্বাবধানে সমাপ্ত হলো সপ্তাহব্যাপী আইসিএও সিএএ অ্যাপ্রোভাল অব ট্রেইনিং অর্গানাইজেশনস্ (এটিও) কোর্স।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সিভিল এভিয়েশন একাডেমিতে এ সমাপনী অনুষ্ঠিত হয়।
এ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক’র সদস্য (ফ্লাইট স্ট্যার্ন্ডাড এন্ড রগেুলশেন্স) গ্রুপ ক্যাপ্টেন মো. মুকিত-উল-আলম মিঞা।
কোর্সটিতে বেবিচক, ইউএস বাংলা এয়ারলাইনস, অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড, স্কাই ক্যাপিটাল এয়ারওয়েজ লিমিটেড, আরিরাং এভিয়েশন লিমিটেড ও গ্যালাক্সি ফ্লাইং একাডেমি হতে হতে মোট ১৮ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কানাডা থেকে আসা সিনিয়র আইসিএও ইন্সট্রাক্টর ক্যাপটেন মোস্তফা কোর্সটির প্রশিক্ষণ প্রদান করেন।
উল্লেখ্য, সিভিল এভিয়েশন একাডেমিসহ বাংলাদেশের বিভিন্ন এভিয়েশন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান নিশ্চিতকরণের জন্য প্রথমবারের মত বাংলাদেশে এ ধরনের আন্তর্জাতিক কোর্স আয়োজন করা হয়। এ কোর্সে অংশগ্রহণের মধ্য দিয়ে বেবিচক ও বিমান প্রশিক্ষণ সংস্থাসমূহের ইন্সট্রাক্টর ও ইন্সপেক্টরদের মান ও দক্ষতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে।
এছাড়া কোর্সটিতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ এভিয়েশন প্রশিক্ষণ প্রদান ও ট্রেনিং অর্গানাইজেশনের ইন্সপেকশন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবে। তদুপরি এ কোর্সটি আসন্ন আইসিএও অডিট এ ট্রেইনিং বিষয়ক প্রোটোকল কোয়েসশন প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কেকে/এজে