নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মহীন বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে আয়বর্ধনমূলক প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) কে এম আলী আযম। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম, প্রশাসনিক কর্মকর্তা আশেকুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের আয়বর্ধনমূলক কার্যক্রমে যুক্ত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যবসা ও কর্মসংস্থানের কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা পাবেন। উদ্যোক্তারা আশা করছেন, এ ধরনের উদ্যোগ যুব সমাজের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করবে।
কেকে/ এএম