কুমিল্লা থেকে চুরি যাওয়া একটি ট্রাক উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল মায়ের আঁচল হোটেলের সামনে থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৭ ডিসেম্বর সিলেট থেকে একটি কোম্পানির পাথর নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয় ট্রাকটি। ১৮ ডিসেম্বর কুমিল্লা ইপিজেডে মালামাল আনলোড করে গাড়ির ড্রাইভার নগদ ৬২ হাজার টাকা নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এরপর ড্রাইভারের মোবাইল বন্ধ পাওয়ায় ট্রাকটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
গাড়ির মালিক মশিউর রহমান কুমিল্লা সদর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করলে, পুলিশ সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানাকে জানায়। পরে হাইওয়ে থানা পুলিশ ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে গাড়ির ড্রাইভার রানা মিয়াকে আটক করে এবং ট্রাকটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী ট্রাকটি চুরির উদ্দেশ্যে এ কাজটি করেছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এএম