ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, মুসলমানদের ভেঙে দেয়া বাড়ি পুনঃনির্মাণ করুন অন্যথায় সাম্প্রদায়িক ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধের ডাক দেয়া হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকা জেলার কেরানীগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ সভাপতি এম আবদুল্লাহ মাহমুদের সভাপতিত্বে জেলা সম্মেলন, বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত রাজধানীর কল্যাণপুর ও শাহ আলী থানা এলাকায় পৃথক দুটি গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভারত সরকার অসাম্প্রদায়িকতার বুলি ছেড়ে তারা যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে একেরপর এক পদক্ষেপ নিচ্ছে তার বড় উদাহরণ ‘নগর উন্নয়নের কথা বলে নোটিশ ছাড়াই শত শত ভারতীয় মুসলমানদের ঘরবাড়ি ভেঙে ফেলা’। ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলটির সমালোচকদের শাস্তি দিতে এমন পদক্ষেপ নেওয়ার অভিযোগ উঠেছে বলেও জানান তিনি।
অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, শুনানির অপেক্ষায় থাকা মামলার শুনানির দিন ক্রমাগত পিছিয়ে দিয়ে বাড়ির মালিক মুসলমানদেরকে অভিযোগ উপস্থাপন করার সুযোগ না দিয়ে বসত ঘর ভেঙে দেয়ার ঘোষণা অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। ভারত সরকার অবৈধভাবে হয়রানীর উদ্দেশ্যে মুসলমানদের ভেঙে দেয়া বাড়ি অবিলম্বে পুনঃনির্মাণ করে না দিলে বিশ্ব মুসলিম উম্মাহ সাম্প্রদায়িক ভারত সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধের ডাক দিতে বাধ্য হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের ৪ মাসে অনেক অর্জন হয়েছে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আমরা আশাকরি সরকার জনদুর্ভোগ লাগবে দ্রুত সময়ের মধ্যে জনবান্ধব কর্মসূচি গ্রহণ করবেন।
পৃথক ৩ টি সভায় বক্তব্য রাখেন- দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মানসুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা দক্ষিণ সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, আলহাজ্ব সুলতান আহমেদ খান, ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মদ ফরিদুল ইসলাম, শাইখুল হাদীস মুফতী মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।
কেকে/এজে