রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা       ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা      বাধ্যতামূলক অবসরে চার ডিআইজি      ভারতে বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান      বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল      ভারতের দিকে তাকিয়ে আ.লীগ নেতারা      কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন না করতে পুলিশ সদস্যদের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার      
গ্রামবাংলা
বিএনপিকর্মীকে কুপিয়ে জখম, আ.লীগ নেতাকর্মীদের ৩৫ বাড়িতে আগুন
শমিত জামান, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫:২৩ পিএম আপডেট: ২০.১২.২০২৪ ৫:২৮ পিএম  (ভিজিটর : ১৩৩)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নির্বাচনী বিরোধ ও খাসজমি দখলকে কেন্দ্র করে বিএনপির স্বেচ্ছাসেবক দলের তরিকুল ইসলাম শেখ (২৬) নামের এক কর্মীকে কুপিয়ে জখম করার জেরে আওয়ামী লীগের ১১ নেতাকর্মীর অন্তত ৩৫টি ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছেন তরিকুলের স্বজনরাসহ দলীয় লোকজন।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাবনা ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর ও সাহাপুরের চরগড়গড়ি আলহাজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের সহায়তায় ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণসহ পরিস্থিতি শান্ত করেন। তরিকুল ইসলাম ওই এলাকার রিকাত আলী শেখের ছেলে।

যাদের বাড়িতে আগুন ধরিয়ে ভস্মীভূত করা হয়েছে তারা হলেন লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের নসিরের ঘাট এলাকার মৃত নুর আলী প্রামাণিকের চার ছেলে আওয়ামী লীগ নেতা আসাদুল ইসলাম মেম্বার, আকুব্বার প্রাং, মোমিন প্রাং, আলামিন প্রাং, মৃত আলিমুদ্দি মীরের ছেলে শফি ঘোষ, মৃত লাল চাঁদের ছেলে চাঁদ আলী, জহুরুলের ছেলে আশিক, মৃত মুজাম সরদারের দুই ছেলে আজিম সরদার ও নাজিম সরদার।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় তরিকুল তালবাড়ীর চরে যান। এই সময় আওয়ামী লীগের লোকজন তার পায়ে কুপিয়ে জখম করে। পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার ওপর হামলাকারীদের নাম প্রকাশ করেন তরিকুল। এর পরই তরিকুলের স্বজনরা ও দলীয় লোকজন ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের ওই নেতাকর্মীদের বাড়ি আগুনে পুড়িয়ে দেন।

আহত তরিকুলের বরাত দিয়ে স্থানীয় বিএনপি নেতা সাইদুল ইসলাম প্রামাণিক বলেন, চরে জমি দেখতে গেলে আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম মেম্বারের হুকুমে তার পক্ষের লোকজন আসাদুল মেম্বার, আলামিন প্রাং, আকুব্বার, শফি, আশিক, নাজিমসহ অন্যরা কুপিয়ে তরিকুলের পায়ের রগ ও হাঁটু কেটে ফেলে। বর্তমানে তরিকুল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের এই গ্রুপটি আওয়ামী লীগের সময়ে এলাকা থেকে অনেক মানুষকে তাড়িয়েছে। বাড়িঘরে হামলা ভাঙচুর, লুটপাট করেছে তারা। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এই গ্রুপের কিছু লোকজন আত্মগোপনে থেকে মাঝেমধ্যেই বিএনপির লোকজনের ওপর হামলা করতেন। ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছেন তারা।

আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম মেম্বার ও ওমর ফারুখ বিএনপি নেতা সাইদুলসহ অন্যান্যদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘৫ আগস্টের পর থেকে আমরা গৃহবন্দি হয়ে পড়েছি। নিজেদের নামীয় ও সরকার থেকে লিজ নেওয়া চরের জমি ছেড়ে এসেছি। এই জমি এখন বিএনপি নেতা সাইদুল ইসলাম প্রামাণিক ও কুষ্টিয়ার হরিশপুরের মুকুল গ্রুপ দখল করে নিয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে।’

তিনি বলেন, ‘এই বিরোধের জেরে মুকুল গ্রুপই স্বেচ্ছাসেবক দলের তরিকুল ইসলামকে কুপিয়ে জখম করেছে। আর সেই দায় আমাদের ওপর দিয়ে অন্তত ৩৫ বাড়ি পুড়িয়ে ফেলেছে। এখন শীতের দিনে আমরা পরিবার-পরিজনদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে লক্ষ্মীকুণ্ডা দুর্গম ওই এলাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে যাওয়া হয়। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে ফিরে আসতে বাধ্য হই।’

ওসি আরও বলেন, ‘এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনা ও র‌্যাব সদস্যরা এলাকায় টহলে রয়েছেন। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এই ব্যাপারে থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরদী   বিএনপি   আওয়ামী লীগ   নির্বাচনী বিরোধ   খাসজমি দখল   কুপিয়ে জখম   বাড়িতে আগুন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

অপারেশন ডেভিল হান্টে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা
নতুন নেতৃত্বে ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ
বইমেলায় ঝুমকি বসুর তৃতীয় গল্পগ্রন্থ ‘ছাতিম ফুলের গন্ধ’
আমার কোনো ছেলে বন্ধু ছিল না: শিরিন শিলা

সর্বাধিক পঠিত

শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
টঙ্গীতে আ.লীগের নেত্রীসহ পাঁচজন গ্রেফতার
রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের ডুবন্ত মরদেহ উদ্ধার

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝