গাজীপুরের কালীগঞ্জে ফ্রান্স প্রবাসী লেখক আলেক রোজারিওর মুক্তিযুদ্ধ বিষয়ক বই ‘বাড়িয়ার গণহত্যা-১৯৭১’ ও ‘মুক্তিযুদ্ধে কালীগঞ্জ’ এবং ছাত্র সম্পর্ক বিষয়ক বই ‘শিক্ষক ছাত্র’ সহ মোট তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের মুক্তিযুদ্ধ বিষয়ক বই দুইসহ তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
ফাদার ফনিফাস সুব্রত টলেন্টিনুর সভাপতিত্বে লেখক আলেক রোজারিও ছাড়াও অভিনেতা ফারুক আহমেদ, মুক্তিযুদ্ধের সংগঠন কেবিএম বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, শিক্ষক ও সাংবাদিক মুকুল কুমার মল্লিক, লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ইজাজ আহমেদ মিলন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ বই দুটির বহুল প্রচার ও পাঠ প্রত্যাশা করেন। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা লেখকের অনুসন্ধিৎসা ও গবেষণার প্রশংসা করেন।
মোড়ক উন্মোচন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, লেখক ও সাংবাদিক আশরাফুল আলম আইয়ুব, আব্দুর রহমান আরমান সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কেকে/এএম