রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি দোকানে চাঁদা চাওয়ার অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালের প্রতিনিধি ই এম সৌরভ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে শাহবাগের আজিজ সুপার মার্কেটের চতুর্থ তলায় শাহবাগ থানার আওয়ামী লীগ নেতা সাদ্দাম হোসেনের ‘রোগী নিবাস’ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত নেতাকর্মীরা হলেন যুবদল থেকে বহিষ্কারকৃত নেতা শহিদুল ইসলাম খোকন, ২১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহ আলম, শাহবাগ থানা ছাত্রদলের কর্মী শিমুল এবং স্বাধীন রেস্টুরেন্ট মালিক মো. নজরুল। এই মর্মে ২০-৩০ জন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর জানা গেছে যে, ডেইলি ক্যাম্পাসের সৌরভ ‘বিসমিল্লাহ স্টোরে’ চাঁদা না দেওয়ার হুমকি দেওয়ার একটি ভিডিও ফুটেজ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে তিনি স্বাধীন রেস্টুরেন্টের মালিক নজরুলের সঙ্গে কথা বললে শাহ আলম এসে সৌরভকে ‘ভুয়া সাংবাদিক’ বলে অপমান করতে থাকেন এবং ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর তাকে সাদ্দাম হোসেনের অফিসে নিয়ে গিয়ে আটকে রাখা হয়।
ঘটনার সময় সৌরভকে মারধরের চেষ্টা করা হয় এবং পুলিশে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে ঢাকা পোস্টের ঢাবি প্রতিবেদক খালিদ হাসানকে জানানোর পর সাংবাদিক সমিতির সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহের হোসেন বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক পরিবর্তিত অবস্থাতেও এমন ঘটনা আমাদের হতাশ করেছে। সকল রাজনৈতিক দলগুলোকেই এগুলো মাথায় রেখে চলা উচিত।