শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আঞ্চলিক সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাস্ট'র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. জুনায়েদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের মো. সাকিব খান মনোনীত হয়েছেন।
গত ১৯ ডিসেম্বর রাতে সংগঠনটি হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে, সহ-সভাপতি মো. জুবাইদ, দীপ্ত বণিক, তানিয়া তাহমিন, খাদিজা সুলতানা, শামসুন্নাহার লীনা, ডালিয়া আক্তার ও রাতুল হাসান সজীব। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তারেক হাসান রজব, গোলাম মোহাম্মদ তুহিন, আমিনুল ইসলাম, সাজ্জাদ হোসাইন হৃদয় ও সাজিদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মোস্তফা আহমেদ, সৈয়দ সাকিব, ইসরাত জাহান ঊষা, এহসানুল হক, আসিফ, মো. মাইনুদ্দিন, তাহরিনা আকতার, জ্যোতি, তন্ময় হাসান শপথ, ইসরাত জাহান দুলারি, সানি, সুইটি আক্তার, আমানুল্লাহ আমান, তাসবিতা ইসলাম অশিমা, অংকন পাল, দূর্জয় বনিক, মোঃ আরিফ, জুবায়ের হোসেন, শেখ নাবেল হোসাইন, মমিনুর রহমান (মাহিম)।
এছাড়াও, অর্থ সম্পাদক অন্তু গোপ, সহ অর্থ সম্পাদক সাব্বির রহমান ও মো. ফারদিন, মাহিনুল হক। প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক শেখ ফারদিন, আজমানোর রশিদ, এনামুল হাসান ওয়াসি ও মো. ইকরাম হোসেন। সাংস্কৃতিক সম্পাদক সানজিদা জাহান বৃষ্টি ও হাসনা আক্তার, উপ-সাংস্কৃতিক সম্পাদক তুহিন ইসলাম, সাইদুর রহমান দুর্জয়, নাহিদ হাসান ও অনির্বাণ রয়। দপ্তর সম্পাদক বিধান সূত্রধর ও জান্নাত আলম উপ-দপ্তর সম্পাদক ফারিহা রহমান, মো: আব্দুল কাদের, ফারহান আর রাফি ও রুদ্র বনিক।
ক্রীড়া সম্পাদক শুভ ভট্টাচার্য, উপ-ক্রীড়া সম্পাদক সুমন দাস, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক রিয়াদ খন্দকার, আসাদুল ইসলাম, লিপি আক্তার, উপ-গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক, জান্নাতুল নাইমা, মাহিমা আক্তার, নীলা আক্তার, ইশরাত জাহান ও শায়লা আক্তার। তথ্যপ্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান, উপ-তথ্যপ্রযুক্তি সম্পাদক সিফাত ফারাবি, রুহামা খাইরুন নেসা, শ্রাবনী পাল ও তিথী রানি দাস। সমাজকল্যাণ সম্পাদক তামান্না আক্তার বর্ষা, মৌসুমী আক্তার, শামীমা আক্তার তান্নী, সাদিয়া বিনতেহাসান, উপ-সমাজকল্যাণ সম্পাদক সিনথিয়া কবির, আস্মিতা পল।
বিজ্ঞান বিষয়ক সম্পাদক সানিয়া সুলতানা প্রীতি, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তায়িম, ফাহিম মুন্তাসির ইমন। ছাত্রী বিষয়ক সম্পাদক সানিয়া সুলতানা, তাইবা আক্তার, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক মেরিনা নাসরিন, জেরিন ভূইয়া। সাহিত্য বিষয়ক সম্পাদক মো. আদিল হোসেন, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক বিপ্লব পাল,ওস্মাতি আক্তার, মেহেদি হাসান রাইহান, তোফাজ্জল হোসেন রাসেল। শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আবদুল্লাহ আল নোমান, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো. শাওন খান, মাসুদুর রহমান।
কেকে/এএম