শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’র শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ২০০টি কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার (২০ ডিসেম্বর) সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার পান্ডারগাঁও এলাকার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটির সদস্যরা।
কর্মসূচি শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক ইরাম বলেন‚ কিন সবসময় চেষ্টা করে অসহায় মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়ানোর। আমাদের এই উদ্যোগকে সফল করতে যারা সহযোগিতা করেছেন‚ তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। আগামীতেও আপনাদের পাশে পেতে চাই।
উল্লেখ্য‚ “আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত” এই মূলমন্ত্রকে ধারণ করে ২০০৩ সালের ৩০ জানুয়ারি শাবিপ্রবিতে যাত্রা শুরু করে ‘কিন’। প্রতিষ্ঠার পর থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম (কিন স্কুল), শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ‚ রক্তদান কর্মসূচি‚ সামাজিক সচেতনতা ও চ্যারিটি প্রোগ্রামের মাধ্যমে সংগঠনটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
কেকে/এজে