সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫,
১২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: পদত্যাগের গুঞ্জনে যা বললেন নাহিদ ইসলাম      এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা এর ওপরে রাখতে পরিপত্র জারি      ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫৮৫      সরকার সম্ভবত লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে: তারেক রহমান      বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয় ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোট দিতে      আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন: আবদুল কাইয়ূম      পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা       
গ্রামবাংলা
আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজের মৃত্যুবার্ষিকী পালিত
আব্দুল করিম, আটোয়ারী (পঞ্চগড়)
প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৬:২৬ পিএম আপডেট: ২০.১২.২০২৪ ৬:৩২ পিএম  (ভিজিটর : ১৪৩)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্পীকার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মরহুম মির্জা গোলাম হাফিজ’র ২৪তম মৃত্যুবার্ষিকী পঞ্চগড়ের আটোয়ারীতে পালিত হয়েছে। 

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের আয়োজনে কলেজের হলরুমে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া’র মাহফিল অনুষ্ঠিত হয়। 

মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী মো. ফজলে বারী সুজা’র সভাপতিত্বে  এবং বিদ্যোৎসাহী সদস্য মতিয়র রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় মরহুম মির্জা গোলাম হাফিজের শিক্ষা-কর্ম ও রাজনৈতিক জীবনের ওপর স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কলেজের গভর্নিং বোডির সভাপতি এ. জেড. এম বজলুর রহমান জাহেদ। 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কলেজের দাতা সদস্য আলহাজ্ব মো. আব্দুর রহমান (আব্দার), অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. সোলায়মান আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. আব্দুল্যাহেল বাকী প্রমুখ। 

বক্তারা বলেন, মরহুম মির্জা গোলাম হাফিজ ১৯২০ সালের ২ জানুয়ারি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মির্জা আজিম উদ্দীন সরকার। তিনি ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এল ডিগ্রি লাভ করেন। মির্জা গোলাম হাফিজ ছাত্রাবস্থায়ই রাজনীতির সাথে সম্পৃক্ত হন। বাংলাদেশের সাধারণ নির্বাচনের মাধ্যমে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য হিসেবে পঞ্চগড় থেকে জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ থেকে নির্বাচিত হন। 

তিনি বাংলাদেশ জাতীয় সংসদের চতুর্থ স্পীকার হিসেবে দায়িত্ব পালন করেন। শুধু স্পীকারই ছিলেন না, তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক সফল মন্ত্রী ছিলেন। তিনি অনেক প্রতিষ্ঠান করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। তিনি বার্ধক্যজনিত কারণে ২০০০ সালের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আলোচনা শেষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুম মির্জা গোলাম হাফিজ’র আত্মার মাগফেরাত, কলেজের সাথে সংশ্লিষ্ট যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের আত্মার মাগফেরাত, স্বাধীনতা যুদ্ধে  ও  বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর শহিদদের আত্মার মাগফেরাত এবং জীবিত বীর মুক্তিযোদ্ধা ও ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থ্যতা কামনা, মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা সহ দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মমতাজ জামে মসজিদের খতিব মাওঃ মো. রাকিবুল ইসলাম।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চকরিয়ায় ১২তম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
নোবিপ্রবিতে ইশারা ভাষা বিষয়ক কর্মশালার আয়োজন
শ্রীমঙ্গলে লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্ত করার দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম
রাবিকে পেছনে ফেলে সহকারী জজে সারা দেশে প্রথম হলেন ববির সাদিয়া
কোহলির সেঞ্চুরিতে উড়ে গেল পাকিস্তান

সর্বাধিক পঠিত

সায়ান রিসোর্টের আড়ালে নারী ও মাদক ব্যবসা
ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মীর নেওয়াজ
বিদ্যালয়ে না গিয়েও সুবিধা ভোগের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
পুত্র সেজে ভাতিজা তোলেন মুক্তিযোদ্ধা ভাতা, জড়িত ইউপি সচিব
আম্পায়ারের ভুল সিদ্ধান্তে পাবিপ্রবির ক্রিকেট ফাইনাল বন্ধ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝