বাংলাদেশের টি-টোয়েন্টি দল ওয়েস্ট ইন্ডিজকে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছে, যার মধ্যে দলের নেতৃত্ব দেন লিটন দাস। সিরিজ শুরুর আগে নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব করতে চান না বলে জানিয়েছিলেন, ফলে বিসিবি নতুন অধিনায়ক নিয়ে ভাবতে পারে।
এ বিষয়ে লিটন দাস বলেন, বিসিবি যদি আমাকে অধিনায়কত্বের দায়িত্ব দেয়, আমি করব। এতে দ্বিমত থাকার কিছু নেই। আমি এটি উপভোগ করছি। আমি মাঠে অনেক সিদ্ধান্ত নিই, আর বোলাররা তাদের স্কিল দেখাচ্ছে, যার ফলে আমার কাজ আরও সহজ হয়ে যায়।
তিনি আরও জানান, ওয়েস্ট ইন্ডিজ হোম গ্রাউন্ডে খুব ভালো দল হলেও, আমাদের ব্যাটিং লাইনআপ খুব ব্যালেন্সড। আমরা যদি প্রতিদিন ভালো রান করতে পারি, তবে আমাদের বোলারদের স্কিলও বাড়ছে। তারা প্রতিটি ম্যাচে নিজেরাই দায়িত্ব নিচ্ছে, ফিল্ডিং সাজাচ্ছে, আর এটা সত্যিই ভালো সাইন।
কেকে/এএম