দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফ্যান পেজে পোস্ট করা নতুন ছবিগুলোর মাধ্যমে শীতকালে যেন উত্তাপ ছড়িয়ে দিয়েছেন। মাত্র এক ঘণ্টায় ছবিগুলোর পোস্টে ১১ হাজার রিঅ্যাক্ট পড়ে এবং কমেন্টের বন্যা বয়ে যায়।
এবার জয়া আহসান বউ সেজেছেন একেবারে ভিন্ন ধাঁচে। সাবেকী সাজের সঙ্গে আধুনিকতার মিশেলে সেজেছেন এই তারকা। ছবির ক্যাপশনে তিনি উল্লেখ করেন, তার ফটোশুটের আইডিয়া এসেছে ভারতীয় চিত্রশিল্পী রাজা রবি ভার্মার আইকনিক পেইন্টিং থেকে।
কলকাতাভিত্তিক ফটোগ্রাফার, রূপসজ্জাকর, ফ্যাশন ডিজাইনার ও স্টাইল ডিরেক্টরদের সহযোগিতায় তৈরি এই ছবিতে দেখা যাচ্ছে, জয়া একটি গাঢ় বেগুনী রঙের কাতান শাড়িতে, যা সোনালী জরি সুতার সাবেকী ডিজাইনে তৈরি। তার হলুদ রঙের ব্লাউজের ডিজাইনও লক্ষ্ণৌ ঘরানার। গোল্ড প্লেটেড গয়নাগ্রন্থি এবং পার্লের মিশেল, জয়ার গলায়, কান, নাকে, হাত-পায়ে এমনকি সিঁথিপাটি ও টায়রাতেও রয়েছে গয়না।
এই সাবেকী শাড়ির স্টাইল, মেকআপ, ব্যাকগ্রাউন্ড এবং বাহারি শাড়ির ব্যবহার ছবিগুলিকে আরও মোহনীয় করেছে।
কেকে/এএম