সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনেয়নের দামড়িব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের ছাতক থানার তাতীকোনা গ্রামের সৈয়দ জুনেদ আহমদের ছেলে সৈয়দ মুখছুদ হাসান মহান (২০), ছাতক থানার রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (১৯) ও সিলেট কোতয়ালী মডেল থানার দক্ষিন বাগবাড়ি এলাকার বাসিন্দা আব্দুল হাসিমের ছেলে মো. হাফিজুর রশিদ (২০)।
আহত দুজন হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বড় বন্ডী গ্রামের বাসিন্দা আব্দুস সত্তারের ছেলে জামিল আহমদ (২০), সুনামগঞ্জের ছাতক থানার মন্ডলিবোগ গ্রামের বাসিন্দা হাজী জামিল আহমদের ছেলে মাহি (২১)।
আহত দুজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জাফলং থেকে সিলেটে আসার পথে (ঢাকা মেট্রো-গ ১৩-৩৮৫৪) নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার মহাসড়কের দামড়িব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। তিনজন মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। দুর্ঘটনার কবলে পড়া গাড়িটিতে পাঁচজন যাত্রী ছিলেন।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলে মারা গেছেন এবং একজন হাসপাতালে নেয়ার পর মারা যান। তাদের পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
কেকে/এমআই