হাতীবান্ধায় এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ এর সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন’র উদ্যোগে লালমনিরহাটে হত দরিদ্র শীতার্তদের মাঝে ৮ শত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ সিন্দুরনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় আমরাই কিংবদন্তি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ছাড়ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সিন্দুরনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম উদ্দিন, হাতীবান্ধা প্রেসক্লার সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, ইউপি সদস্য রাশিদুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম প্রমূখ।
জানা গেছে, ‘আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন’ এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২-এর সাবেক শিক্ষার্থীর দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী অলাভজনক প্রতিষ্ঠান। যা মানব কল্যাণে কাজ করার প্রত্যয় এগিয়ে চলছে। নিজেদের ব্যাচের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজে অবহেলিত মানুষের জন্য কাজ করা উক্ত ফাউন্ডেশনের মূল লক্ষ্য।
কেকে/এএম