ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয়ের দিন হিসেবে উল্লেখ করার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি এই মন্তব্যকে বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র এবং ভূখণ্ডের ওপর আঘাত বলে অভিহিত করেছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) নোয়াখালীর চাটখিল পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নয় মাস যুদ্ধ করেছি আমরা, লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে। অথচ ভারত বিজয়ের দাবি করে। আপনি (মোদী) সহায়তাকারী বলতে পারতেন, কিন্তু বিজয় দাবি করতে পারেন না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। পুলিশ, সরকারি কর্মচারী ও প্রিজাইডিং অফিসারদের দিয়ে ভোট জালিয়াতি করানো হয়েছে। আওয়ামী লীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে চাটখিল ও সোনাইমুড়ীতে ২২ জনকে হত্যা করা হয়েছে, যার বিচার এখনও হয়নি।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা প্রতিবাদ করার সুযোগ পাননি। ২০ জন এক জায়গায় বসলে মোটরসাইকেল ও হেলমেট বাহিনী হাজির হয়ে যেতো। আওয়ামী লীগ যুদ্ধে ছাত্র-জনতার কাছে পরাজিত হয়েছে, যারা ভিতু তারাই পালিয়ে যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জহিরুল ইসলাম ভূঁইয়া। উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা কামালসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
কেকে/এএম