ইন্ডিয়া অপপ্রচারের হাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দিল্লিতে বসে পতিত হাসিনা দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সিলেট রেজিস্টারি মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার ও দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা দিল্লিতে বসে দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। ভারতের গণমাধ্যমে অপপ্রচার করে বাইরের দেশকে বোঝাতে চাচ্ছে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ ভালো নেই।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তবর্তীকালীন সরকার নির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও জাতীয় নির্বাচনের একটা দিনক্ষণ বলেছেন। আমরা তা স্বাগত জানাই। রাষ্ট্রের সর্বাঙ্গে ঘা হয়ে গেছে, তাই অরাজনৈতিক সরকারের পক্ষে সব সংস্কার সম্ভব নয়। কিছু কিছু সংস্কার করে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমরা আপনার সঙ্গে রয়েছি। কারো রক্ত চক্ষু কোনো দেশের রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। কোনো চক্রান্তের কারণে যদি এই অন্তবর্তীকালীন সরকার বিফল হয়, তাহলে দেশের ওপর দুর্ভোগ নেমে আসবে। তাই দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলব একটা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরুন।
তিনি আরও বলেন, জামায়াতের ইসলামী কল্যাণ রাষ্ট্রের স্বপ্নের মধ্যেই শ্রমিকদের মুক্তি নিহিত রয়েছে। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই ছাত্র-জনতার আন্দোলনে সবার সঙ্গে শ্রমিকদের অবদান ছিল। নতুন বাংলাদেশ নির্মাণে যারা রক্ত দিলেন, তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন- বিগত ফ্যাসিস্ট সরকার সিলেটের বিভিন্ন পাথর কুয়ারী বন্ধ করে দিয়েছিল। এতে অনেক শ্রমিক ভাই তাদের কর্ম হারিয়েছে। নতুন প্রশাসনের কাছে আবেদন, তারা যেন অচিরেই পাথর কুয়ারী খুলে দেয়। বিভিন্ন থানার অধীনে কাজ করার পর সিএনজি ড্রাইভারদের ভাড়া দেওয়া হয় না। অটোরিকশা বৈধভাবে বিক্রি করা হচ্ছে, কিন্তু সিলেটের রাস্তায় চলতে দেওয়া হচ্ছে না। আমাদের দাবি, অটোরিকশা নিয়ম মেনে যাতে চলতে দেওয়া হয়। শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে কাজ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ভারত ছিনিমিনি খেলছে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিকদের ভারতের আগ্রাসন থেকে দেশকে রক্ষায় কাজ করতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল হক মাহবুব জুবায়ের, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিমসহ প্রমুখ।
উল্লেখ্য, দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুকে পুনরায় সভাপতি এবং সিলেট মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুল্লাহ আল ফারুককে সাধারণ সম্পাদক করে ৫৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর শাখার কমিটি ২০২৫-২৬ নির্বাচিত করা হয়।
কেকে/এজে