হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ট্রাকচাপায় সজল মিয়া (৩৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতছড়ি সড়কের চন্ডি মাজারের অদূরে আঞ্চলিক মহাসড়কে জামটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজল লাখাই উপজেলার কাসেমপুর গ্রামের আব্দুল ছিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লাখাই থেকে সজল ও তার পাঁচ বন্ধু সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে আসেন। সেখানে দুপুরের খাবার শেষে তার চাচাতো ভাই রুবেলের মোটরসাইকেলযোগে চুনারুঘাট বাজারের দিকে যাচ্ছিলেন। যাত্রা পথে মোটরসাইলেটি জামটিলা এলাকায় পৌঁছলে একটি বালুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় সজল সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিলে ক্ষত-বিক্ষত হয়ে যায় দেহ। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম বলেন, ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এমআই