বিরাট কোহলির ব্যাটিং ছন্দে ফাটল দেখা দিয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরও চলমান অস্ট্রেলিয়া সিরিজে তার ফর্ম ভালো যাচ্ছে না। এরই মধ্যে ভারতের গণমাধ্যমে চাঞ্চল্যকর খবর ছড়িয়েছে—কোহলি পরিবারসহ ভারতের পাট চুকিয়ে স্থায়ীভাবে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পরিকল্পনা করছেন।
কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোহলি তার স্ত্রী আনুষ্কা শর্মা এবং সন্তানদের নিয়ে লন্ডনে স্থায়ী হওয়ার চিন্তা করছে। খুব শিগগিরই তারা সংসার পাতবে সেখানে।
কোহলির পুত্র জন্মসূত্রে যুক্তরাজ্যের নাগরিক। আনুষ্কা শর্মা ইতোমধ্যেই অধিকাংশ সময় ভারতের বাইরে কাটাচ্ছেন। খেলায় বিরতি পেলেই বিরাটও লন্ডনে চলে যান। লন্ডনে ঘোরাঘুরি, মন্দিরে কীর্তন শোনা এবং শহরে পরিবারের সময় কাটানোর ঘটনা এর আগেও নজরে এসেছে।
তবে রাজকুমার শর্মা আরও জানান, কোহলি অবসরের কথা এখনই ভাবছে না। দেশের জার্সিতে আরও পাঁচ বছর খেলার মতো সামর্থ্য তার রয়েছে।
কেকে/এএম