সদ্য মা হয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রাধিকা। অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণাও কিছুটা ব্যতিক্রমী কায়দায় করেছেন তিনি।
লন্ডনের এক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন। সেখানেই প্রকাশ্যে আসে তার স্ফীতোদরের ছবি। তবে এই খবর গোপনই রাখতে চেয়েছিলেন অভিনেত্রী। এমনকি অভিনেত্রী জানান, তিনি মা হতেও চাননি। নিজের মাতৃত্ব সফরকে ‘বোকামি’ বলেই সম্বোধন করেছেন রাধিকা।
২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে একত্রবাস শুরু করেন রাধিকা। পরের বছর জানা যায়, আইনি বিয়ে সেরেছেন তারা। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী।
রাধিকা স্পষ্ট জানান, তিনি বা তার স্বামী কোনোভাবেই পরিবার পরিকল্পনা করেননি। রাধিকার কথায়, আমার মা হওয়ার ব্যাপারটাই একটা বোকামির মতো। উত্তেজনার বশে সিদ্ধান্ত নেওয়া। তবে সিদ্ধান্ত নেওয়ার পরেও দোলাচলে ছিলাম আদৌ তাতে অটল থাকব কি-না ভেবে!
অন্তঃসত্ত্বা হওয়ার পরে জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে বলে জানান রাধিকা। তিনি বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার পরে কী কী হয়, এসব নিয়ে কখনোই ভাবিনি। শরীরে কী পরিবর্তন আসে, তা-ও জানার চেষ্টা করিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর্ব যে খুব কঠিন ও কষ্টকর, তা আসলে কেউ বলেন না। এই সফর মোটেও মজা করে কাটানো যায় না। কিছু মানুষের হয়তো তেমন সমস্যা হয় না। তবে, সন্তানধারণ করা খুব কঠিন বিষয় এবং শরীরে মারাত্মক পরিবর্তন আসে।
কেকে/ এএম