কুমিল্লা সদর দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় রুহুল আমিন (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার বারপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, সদর দক্ষিণ বারপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কবির হোসেনের ছেলে রাকিবের (১০) সাথে রুহুল আমিনের নাতী আবিরের (৮) ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় লোকমান ও কবির বৃদ্ধ রুহুল আমিনের উপর কিল ঘুষি ও লাঠি দিয়ে আক্রমণ চালালে ঘটনাস্থলে তিনি নিহত হন।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এমআই