বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই সরকার একটি বিপ্লবের ফসল, তারা জোর করে ক্ষমতায় বসেনি, তাই আমরা তাদের একটি যৌক্তিক সময় দিব সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য। তবে যথা সময়ের বাহিরে একটি মিনিটও তাদের দেরি করা উচিৎ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় ঢাকা জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার নির্যাতিত মজলুম আপামর জনগণের সরকার, গত সাড়ে ১৭ বছরে সৃষ্ট জঞ্জাল পরিচ্ছন্ন না করে নির্বাচন দিলে সেটি সুষ্ঠু হবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেনতেন নির্বাচন চাই না, আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই, পেশি ও অর্থ শক্তি মুক্ত নির্বাচন চাই।
তিনি আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোসরদেরকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। স্বৈরাচারী হাসিনার ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়তে ইসলামী ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়তে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ছাত্রশিবির মঞ্জুরুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন- আব্দুর রহিম চৌধুরী, আব্দুর রাজ্জাক মন্ডল, অধ্যক্ষ হারুনুর রশিদ, মো. কবিরুজ্জামান, মোহাম্মদ শাহাদাত হোসাইন, মো. কামাল হোসেন, মাওলানা আফজাল হোসাইন, অধ্যক্ষ শাহিনুর ইসলাম, আব্দুল কুদ্দুস, মাওলানা মুসলিম উদ্দিন, মাওলানা আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মশিউর রহমান প্রমুখ।
কেকে/এজে