মিরসরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শাহাদাত হোসেন শাকিলকে মারধর করে চাঁদা দাবির ঘটনায় রিয়াজ প্রকাশ জিয়াজ (২৭) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সন্ত্রাসী রিয়াজকে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ।
গ্রেফতারকৃত রিয়াজ উপজেলার মিরসরাই পৌরসভার তারাকাটিয়া এলাকার ইরানি কালার সন্তান।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহাদাত হোসেন শাকিলকে উপজেলার মিরসরাই পৌরসদরে কয়েকজন সন্ত্রাসী মারধর করে চাঁদা দাবি করে। পরে এই ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে শাহাদাত হোসেন বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। পরে এই ঘটনার আসামী রিয়াজকে পুলিশ গ্রেফতার করে।
হামলা ও চাঁদাবাজি মামলার অন্যান্য আসামীরা হলেন, বাবুল (২৭), ফরিদ হোসেন (৩০), আলাউদ্দিন (৩৫)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিক রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যকে মারধর ও চাঁদাদাবির ঘটনার মামলায় রিয়াজ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/এমএস