যুবসমাজকে মাদক মুক্ত সমাজ গঠনে ও যুব সমাজকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে আয়োজন করা হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া হাইস্কুল মাঠে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে খিলপাড়া যুবরত্ন ক্লাবের উদ্যোগে মোট চারটি দলের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
একদিনের টুর্নামেন্টে সবকটি খেলা শেষে রাতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় তৃষা ইঞ্জিনিয়ারিং বনাম মারিয়া ইঞ্জিনিয়ারিং প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মারিয়া ইঞ্জিনিয়ারিং ২-০ সেটে চ্যাম্পিয়ন হন। তৃষা ইঞ্জিনিয়ারিং রানারআপ ট্রপি অর্জন করেন।
উক্ত টুর্নামেন্টে মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী মোঃ খালেদ বিন ইসলাম মিহির। এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, ইতালি যুবদলের সাধারণ সম্পাদক ও আয়োজনের পৃষ্ঠপোষকতা করেন ইতালি প্রবাসী ওমর ফারুক, উদ্বোধন করেন খিলপাড়া যুবরত্ন ক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহিম ও পরিচালনায় আবদুল আউয়াল সুজন।
অনুষ্ঠান শেষে অতিথিরা খেলোয়াড় ও চ্যাম্পিয়নদের হাতি ট্রপি তুলে দেন ও অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।
কেকে/এআর