ঝালকাঠির কাঠালিয়ায় বে সরকারি ব্যবস্থাপনায় ১৬ তম বজলুর রহমান হক্কোননূর মেমোরিয়াল বৃত্তি বাছাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় এ বাছাই পরিক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৩৭ টি মাধ্যমিক ও ১৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। যুক্তরাষ্ট্র প্রবাসী জিএম কাওসার রোমানের পৃষ্ঠপোষকতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১ম থেকে দশম শ্রেনী পর্যন্ত প্রতি শ্রেনিতে ১৫ জন করে মোট ১৫০ জনকে বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা প্রত্যেকে ৩ হাজার টাকা করে আর্থিক সুাবিধা পাবেন।
পরিক্ষায় বৃত্তি প্রদান কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, সহ সভাপতি উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম, সাংবাদিক মাসউদুল আলম ও সাধারন সম্পাদক মো. মঞ্জিল মোর্শেদ, শৌলজালিয়া মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাবিরুল আলম, কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
কেকে/এমএস