নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে তরুণ দাস নামের এক ভবঘুরেকে হাত-পা বেঁধে হত্যা করে কাঁসার তৈজসপত্র পত্র ও পুজার মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে শহরের বড়হরিশপুর এলাকায় কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় মহাশ্মশান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তরুণ দাস শহরের আলাইপুর এলাকার কালী চন্দ্র দাসের ছেলে।
কেন্দ্রীয় মহাশ্মশানের সভাপতি সুবল রায় জানান, শনিবার রাতে অজ্ঞাত দুবৃর্ত্তরা জেলার কেন্দ্রীয় মহাশ্মশানে ঢুকে ভবঘুরে তরুণ দাসের হাত-পা বেঁধে হত্যা করে ভান্ডার রুম থেকে কাঁসার পাতিল, গামলাসহ কাঁসা এবং পিতলের প্রায় ৪মণ মালামাল চুরি করে নিয়ে যায়। তরুণ ঘোরাঘুরি শেষে মন্দিরেই অবস্থান করতো।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, হত্যাকান্ডের বিষয়টি তদন্তের জন্য রাজশাহী থেকে সিআইডি এবং ক্রাইমসিন ইউনিট এসেছে। পুলিশ আসামীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে।
কেকে/এমএস