বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫,
২৬ পৌষ ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
শিরোনাম: যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ      লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন      ডিএমপির ১২ ডিসিকে বদলি      ভারতীয় জেলেদের সাথে দুর্ব্যবহারের তথ্য ভিত্তিহীন এবং বানোয়াট: পররাষ্ট্র মন্ত্রণালয়      অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব জাতীয় নির্বাচন: সাইফুল হক      বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি      হজ ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশের ওপর বিরক্ত সৌদি সরকার: ধর্ম উপদেষ্টা      
গ্রামবাংলা
‘ভারত ও হাসিনার ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে’
এম আর সাইফুল, মাদারগঞ্জ (জামালপুর)
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৪:০২ পিএম আপডেট: ২৫.১২.২০২৪ ৮:০৪ পিএম  (ভিজিটর : ৪২)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী বলেছেন, ভারত ও শেখ হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দিতে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর নূরানী ফুরকানিয়া ও হাফেজিয়া মাদরাসার উদ্যোগে আয়োজিত ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, বয়োবৃদ্ধ আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিবাদী সরকারের আমলে সবচেয়ে বেশি জেল-জুলুম ও চরম নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ১০ বছর আগে শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে বেগম খালেদা জিয়াকে নির্দয়ভাবে বের করে দিয়েছিল। আল্লাহ তাআলা ১০ বছর পর শেখ হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শুধু গণভবন নয়, দেশ ছেড়ে পালিয়ে গেছে স্বৈরাচার হাসিনা। হাসিনার দোসরা ১৫ বছর বাংলাদেশের মানুষের উপর নির্মম নির্যাতন-অত্যাচার চালিয়ে মানুষের কণ্ঠকে রোধ করে দিয়েছিল। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি। সেসময় কথা বললেই গুম, খুন ও জেলে নিয়ে নির্মম নির্যাতন চালাত স্বৈরাচার সরকারের দোসরা। দীর্ঘ ১৫ থেকে ১৭ বছর এদেশের মানুষকে অন্ধকার অবস্থার মধ্যে রাখা হয়েছিল। গত ৫ আগস্ট বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়। দেশের মানুষ আবার তাঁদের কথা বলার স্বাধীনতা ফিরে পায়।

তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকাসহ সারা বাংলাদেশে প্রায় দেড় হাজার ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। প্রায় ২০-৩০ হাজার ছাত্র-ছাত্রীকে আহত করা হয়েছে। তাঁদের কারো পা নেই, কারো হাত নেই, আবার কারো চোখ নেই, কারো বুকে রয়েছে গুলির চিহ্ন। তাঁরা দুঃসহ অবস্থার মধ্য দিয়ে জীবন-যাপন করছে। এত মানুষের ঝরানোর পর গত চার মাসেও শেখ হাসিনা তাঁর কৃতকর্মে জন্য জাতির কাছে ক্ষমা চায়নি। ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে। ভারত এখনও শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি। শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে দেশের বিরুদ্ধে নানা চক্রান্ত করছে। ভারত ও শেখ হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দিতে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঢাকার মনিপুর স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক হযরত বিল্লালের সভাপতিত্বে ইসলামিক মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তেঘরিয়া সাহেদ আলী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ (মিস্টার) বিএসসি, কাজলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ইসহাক প্রামানিক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বেলাল প্রমুখ।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সিলেটে জুয়েলারি দোকান থেকে আড়াইশ ভরি স্বর্ণ চুরির অভিযোগ
যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ
লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন
ডিএমপির ১২ ডিসিকে বদলি
ভারতীয় জেলেদের সাথে দুর্ব্যবহারের তথ্য ভিত্তিহীন এবং বানোয়াট: পররাষ্ট্র মন্ত্রণালয়

সর্বাধিক পঠিত

বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের মারধর, রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা
গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বিএনপি নেতার মৃত্যুতে তানভীর হুদার শোক
তাড়াশ উপজেলা পরিষদ ভবনের ছাদে ইউএনও’র শখের বাগান ‘বিলকুঞ্জ’
‘নির্বাচন না দিলে মানুষের মনের আগুন নেভাতে পারবেন না’

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝