তথ্য কমিশনের সচিব মো. আরিফ বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক সুশাসন প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইন বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, এ আইনের মূল লক্ষ্য দেশের দুর্নীতি হ্রাস করা।
শনিবার (২১ ডিসেম্বর ) যশোরের চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সচিব বলেন, “সঠিক তথ্য সরকারের কাছে তুলে ধরতে হবে। সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত হলে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।” তিনি কর্মকর্তাদের প্রতি জনসচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ এবং অভিযোগ নিষ্পত্তিতে যত্নবান হওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনের উপপরিচালক হেলাল আহমেদ, সহকারী প্রোগ্রামার তরিকুল ইসলাম, এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান।
আলোচনায় বক্তারা বলেন, “দেশের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের জবাবদিহিতার আওতায় আনতে পারলে দুর্নীতি কমানো সম্ভব।”
সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য, সাংবাদিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কেকে/এএম